বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারর্দীয় দুর্গাপূজা। পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে হচ্ছে কিনা দেখার জন্য বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বারুইপাড়া সার্বজনীন পূজামন্ডপ, রনশিবাড়ি বুড়ি মাতা মন্দির, ঝাড়গ্রাম সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন -ভবানীগঞ্জ বরেন্দ্র অফিসের সহকারী বি এম ডি এ ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম উজ্জল। এ সময় আরো উপস্তিত ছিলেন মোঃ আকতার হোসেন বুলবুল, মোঃ রানা , ঝাড়গ্রাম সার্বজনীন পূজামন্ডপের -সভাপতি শ্রী বিশ্বনাথ সরকার, বয়াতী আকরাম হোসেন, শ্রী অখিল কুমার সরকার, জাহিদুল ইসলাম, মোঃ উজ্জল হোসেন, শ্রী সিবেন কুমার, শ্রী অধির সরকার, শ্রী প্রনম কুমার সরকার প্রমুখ।
বাগমারায় পূজা মন্ডপ পরিদর্শন করেন সাইফুল ইসলাম উজ্জল।
Share!