বাগমারা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি বুড়ি মাতা মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রসাশন আবু সালেহ মোঃ আশরাফুল ।
মঙ্গলবার (১২ অক্টোবর ২০২১ ) বাগমারা উপজেলার রনশিবাড়ি বুড়ি মাতা মন্দিরে আয়োজনে মহাসপ্তমী দিনে দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা আ,লীগের সহ- -সভাপতি এ্যাডঃ এ কে এম আফতাব উর্দ্দিন আবুল, ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ- -সভাপতি মোঃ মোকছেদ আলী পোষ্ট মাষ্টার ঝিকরা ইউনিয়ন আ,লীগের সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম, ঝিকরা ইউনিয়ন যুবলীগের -সভাপতি মোঃ মোসারফ হোসেন দেওয়ান, ঝিকরা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের -সভাপতি মোঃ ইয়াদ আলী ফৌজদার, যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন ১নং ওয়ার্ড আ,লীগের -সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, ২নং ওয়ার্ড আ,লীগের -সাধারণ সম্পাদক আঃ আজিজ, ৩নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি সিরাজুল ইসলাম, ও -সাধারণ সম্পাদক আঃ মান্নান শ্যামল, ৪নং ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক রহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি হাবিবুর রহমান, ও -সাধারণ সম্পাদক রেজাউল করিম(বাচ্ছু) ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন, ৮নং ওয়ার্ড আ,লীগের -সাধারণ সম্পাদক বাবলু রহমান বাবু, সহ- ঝিকরা ইউনিয়ন আ,লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নিয়ে পুজামন্ডম পরিদর্শন ও অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
এর আগে রনশিবাড়ি বুড়ি মাতা মন্দিরের পক্ষ থেকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রসাশন কে শুভেচ্ছা জানান আয়োজক সত্যজিত শ্যানাল (বাচ্ছু)। নিরাপত্তা, ব্যবস্থাপনাসহ সার্বিক ব্যাপারেও খোঁজ খবর নেন তিনি।