Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আজ শুধু উদযাপন; জাতীয় দল নিয়ে কথা নয় : ব্রুজোন

চার ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। আজ আবাহনীর সঙ্গে ১-১ ড্র করে সর্বোচ্চ ৬৫ পয়েন্টের রেকর্ড গড়ে তারা লিগ শেষ করেছে। ম্যাচ শেষে কিংস কোচ অস্কার ব্রুজোনকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দল নিয়ে। দুই দিন আগেই তাকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। তবে আজ জাতীয় দল নিয়ে কোনো কথা বলতে রাজি হননি কিংস কোচ। তিনি দলের শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে চান।

অস্কার ব্রুজোন বলেন, ‘আজকের দিনটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। যেকোনো ক্লাব কোচের জন্যই লিগ শিরোপা অনেক বড় অর্জন। এই ট্রফিটা আমি উপভোগ করতে চাই। জাতীয় দল নিয়ে আজ কোনো কথা হবে না। এটা একটা নতুন চ্যালেঞ্জ হবে। নিশ্চয় এটা নিয়ে কাল কথা হবে। সাফল্যের জন্য টিম ম্যানেজমেন্টের সকলেই কৃতিত্ব পাবে। দলের পারফরম্যান্সে সেভাবে উত্থান-পতন হয়নি। প্রায় একই তালে মৌসুমটা খেলে গেছি।’

২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্র ও এক হার নিয়ে লিগ শেষ করেছে কিংস। ব্রুজোন আরো বলেন, ‘পুরো মৌসুমেই আবাহনী কঠিন প্রতিপক্ষ ছিল। আজকের ম্যাচে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছি। তবে ফিরে এসে আমরা গোলের জন্য অল-আউট ফুটবল খেলেছি। তবে পারিনি। কারণ আবাহনী খুব ভালো দল। পুরো টুর্নামেন্টে ম্যানেজমেন্ট পার্থক্য গড়ে দেওয়ার মতো প্লেয়ার নিয়ে কাজটা সহজ করে দিয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পেরেছি। অনেক বেশি বিকল্প ছিল। আমি খুবই উপভোগ করেছি পুরো মৌসুমটা।’

কিংসের দুই তরুণ কাজী তারিক আর আবাহনীর ওবায়দুর রহমান নবাবের খেলার প্রশংসাও করেছেন ব্রুজোন, ‘তারিক কাজী অসাধারণ প্রাপ্তি। খুবই কার্যকর একজন লেফটব্যাক। দেশেরও অনেকে আছে। এ ছাড়া কাতারপ্রবাসী ওবায়দুর রহমান নবাবও অনেক ভালো। সে সামনের মৌসুমে আরো ভালো ফুটবল খেলবে। এএফসি কাপের জন্য খানিকটা আফসোস আছে। তবে এটা এএফসি কাপে আমাদের প্রথম মিশন ছিল। প্রথম মিশনে এক ম্যাচও হারিনি। এটা অবশ্যই ভালো একটা প্রাপ্তি।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top