পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ও দুপুরে উপজেলার মাঝেরচর ও লালুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সদর পৌরসভার মাঝেরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (২০) ও লালুরকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমানের ছেলে আউয়াল (৫৫)।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জেরে আউয়াল কীটনাশকজাতীয় ওষুধ খেয়ে ও রাতে রাকিবুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।