লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর বার্সেলোনার অবস্থা আরও নড়বড়ে হয়ে গেছে। নতুন সভাপতি হুয়ান লাপোর্তা পড়েছেন মহাবিপাকে। চারদিকের অসংখ্য চাপ তাকে সামলাতে হচ্ছে। এর মাঝেই দেখা দিয়েছে কোচ রোনাল্ড কোম্যানের চাকরি চলে যাওয়ার গুঞ্জন। দলের কাছে নিজের প্রত্যাশা, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সামনে লাপোর্তা কিছু কথা বলেছিলেন। এতেই ক্ষেপে গেছেন রোনাল্ড কোম্যান।
লাপোর্তা আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, ক্লাবের একাডেমির খেলোয়াড়দের বেশি ব্যবহার করা হোক এবং রিকি পুচ ও স্যামুয়েল উমতিতিকে সুযোগ দেওয়া হোক। এতেই ক্ষেপে গিয়ে কোম্যান বলেন, ‘গত সপ্তাহে কিছু সাংবাদিকের সঙ্গে সভাপতির কথা বলার পরই আমাদের মধ্যকার কথাবার্তা সংবাদমাধ্যমে চলে এসেছে। পরদিনই খবর এল, কোম্যানকে নতুন চুক্তি দেওয়া হবে, যদি তিনটা শর্ত মানেন। আমার মনে হলো, এটা হতে পারে না। এতে আমি বিরক্ত। কারণ, এসব কথায় কোচকে সমর্থন দেওয়া হয়নি।’
এরপর বার্সা সভাপতি সুর নরম করে বলেছিলেন, ‘কোচ আমার পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা পাচ্ছেন কোচ। আমি যদি সীমা অতিক্রম করে থাকি, সেটা ফুটবল ভালোবাসি বলে।’ কিন্তু এতেও মন গলেনি কোম্যানের। তিনি এনওসি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘লাপোর্তার সঙ্গে আমার সম্পর্ক একটু ভালো হয়েছে। কিন্তু গত সপ্তাহে এমন কিছু হয়েছে, যা আমার ঠিক মনে হয়নি। তিনি ইঙ্গিত দিয়েছেন, কোচের কাছে সব ক্ষমতা নেই। উনি একটু বেশিই কথা বলেছেন এবং এ নিয়ে দুই বার বোকামি করেছেন।’