রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক প্রাণ হারিয়েছেন। নিহত মেসবাহুল ইসলাম (৩৫) পৌর এলাকার রেলবাজার মাদারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি হাট গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেসবাহুল ইসলাম শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে স্কুলে থেকে বাড়ি ফিরছিলেন। পথে গোদাগাড়ী সরমংলা ব্রিজের ওপর উঠলে একটি অজ্ঞাত ট্রাক এসে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কর্মরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।