Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করা সেই নারী গভর্নর আটক

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করা আফগানিস্তানে সালিমা মাজারি নামে এক নারী গভর্নরকে আটক করা হয়েছে। আশরাফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিনজন নারী গর্ভনর ছিলেন তাদের মধ্যে একজন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তনের একের পর এক প্রদেশ যখন তালেবান বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল, তখন বলখ প্রদেশের রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। অস্ত্র হাতে তার ছবিও গণমাধ্যমে প্রকাশ হয়েছিল।

বলখ প্রদেশ দখলের সময় দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়। কিন্তু তালেবানের সঙ্গে তারা পেরে উঠতে পারেননি শেষ পর্যন্ত। বলখ প্রদেশের পতন হয়। একই সঙ্গে সালিমার চাহার কিন্ট জেলাও দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটির মানুষ ও নারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সালিমা। যে কোনো সময় আটক হতে পারেন বলে আশংকাও প্রকাশ করেছিলেন তিনি।

তিন বছর আগে গভর্নরের দায়িত্ব নেন সালিমা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিজের দফতরের কাজও যেমন সামলাই, পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিতে হাতে বন্দুকও তুলে নিয়েছি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top