জৈব সুরক্ষা বলয় সংক্রান্ত জটিলতার কারণে মুশফিকুর রহিম আর লিটন দাস অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি। তাদের ছাড়াই অবশ্য সিরিজ জিতেছে বাংলাদেশ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে এই দুজনকে দেখা যাবে। আজ থেকে তাই প্রস্তুতি শুরু করে দিলেন মুশফিক-লিটনরা। মিরপুর শেরে বাংলায় আজ আরও দেখা গেছে শামীম হোসেন পাটোয়ারী, সৌম্য সরকার, ইবাদত হোসেনদের।
অজি সিরিজের পর ছুটি দেওয়া হলেও ক্রিকেটারদের চলাফেরায় কিছু বিধিনিষেধ দিয়েছিল বিসিবি। সবাইকে করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ হয়েই জৈব বলয়ে ঢুকতে হবে। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এরই মাঝে তাদের বলে দেওয়া হয়েছে, কী কী বিষয় মেনে চলবে। ক্রিকেটারদের চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের মাঝেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।’
নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘ব্যবস্থাপনার দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই প্রায় একই ঘরানার। তাই তাদের চাহিদা হলো, অস্ট্রেলিয়ার মতোই জৈব সুরক্ষা বলয় দিতে হবে। আমরাও চেষ্টা করছি একই রকমের জৈব সুরক্ষাবলয়ের পরিবেশ রাখার। শুধু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দলেরই না, আমাদের দলের ক্ষেত্রেও নিরাপদ থাকার ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে যতটুকু ভালো সম্ভব, সম্পূর্ণ জৈব সুরক্ষাবলয় তৈরি করে সিরিজ আয়োজন করব।’