Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পরীমনি-হেলেনাসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার চিত্রনায়িকা পরীমনি, চলচিত্র পরিচালক নজরুল ইসলাম রাজ, মডেল পিয়াসা ও আওয়ামী লীগ থেকে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে এদেরএসব ব্যক্তিদের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউ সূত্রে জানা গেছে, যে আটজনের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- চিত্রনায়িকা পরীমনি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক নজরুল ইসলাম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, রোজিনা আক্তার, সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।

ব্যাংকগুলোকে এসব ব্যক্তির হিসাব খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

সূত্র জানায়, এসব তথ্য পর্যালোচনায় কোনো অসঙ্গতি পেলে আইন শৃঙ্খলাবাহিনী পরবর্তী ব্যবস্থা নেবে। শিগগিরই আরও অনেকের তথ্য চাওয়া হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top