Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াকসহ পলায়ন, অবশেষে ধরা

রংপুরের বদরগঞ্জে হাতকড়া পরা অবস্থায় মাদক মামলার সেই পলাতক আসামি ওসমান গণিকে (৩৫) জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর থেকে আসামি ওসমান গণি জঙ্গল ও যমুনেশ্বরী নদী কিনারে আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মাদক সেবন ও কেনাবেচার মামলা রয়েছে। তার দেওয়া তথ্য মতে, মাটিতে পুতে রাখা হাতকড়া উদ্ধার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর আজ বিকেলে রংপুর জেলহাজতে পাঠানো হয়।

গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে নিয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নেওয়া হলে সেখান থেকে তিনি পালিয়ে যান। ওসমান গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ও কনস্টেবল আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় ও থানা সুত্র থেকে জানা যায়, গত শনিবার রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে মাদকসহ আটক করা হয় ওসমান গণিকে। আটকের পর থেকে তিনি অসুস্থতার ভান শুরু করেন। পরে পুলিশভ্যানে রবিবার সকালে হাতকড়া পরা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। সেখানে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ মরিয়া হয়ে ওঠে। কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সোমবার দুপুরের দিকে ওসমান গণি স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক প্রামাণিককে ফোন করে বলেন, পুলিশের হাতকড়া নিয়ে পালানোয় তিনি ভুল করেছেন। এজন্য চেয়ারম্যানের কাছে ক্ষমা চান। পরে চেয়ারম্যান কৌশলে তার অবস্থান জেনে নিয়ে তার দেওয়া ঠিকানা মতে একই ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘আজ (সোমবার) দুপুরের দিকে ওসমান গণি আমার মোবাইলে ফোন দেয়। সে জানায় পুলিশের কাছ থেকে পালানো তার বড় ভুল হয়েছে। এজন্য তিনি আমার কাছে ক্ষমা চান। তাকে পুলিশের হাতে ধরা দেওয়া অনুরোধ করলে তার দেওয়া ঠিকানা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।’

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘ওসমান গণিকে গ্রেপ্তারে সর্বত্র সাড়াশি অভিযান চালানো হয়। উপায় না পেয়ে সে পুলিশের হাতে ধরা দিতে বাধ্য হয়।’ তার বিরুদ্ধে হত্যা ও মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top