রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছেন। নিহত আজাহার উদ্দিন বেপারী মুন্সীগঞ্জ সদরের নূরপুরের বাসিন্দা। তিনি একটি বাড়ির নিরাপত্তা প্রহরী ছিলেন।
পথচারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আজাহারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ আজাহারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাত ১২ টার দিকে আজাহার উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককেও ধরার চেষ্টা করা হচ্ছে।