মহাদেশীয় দুই চ্যাম্পিয়নের মধ্যে ‘সুপার কাপ’ দ্বৈরথ দেখা যায়নি আগে। এবার তেমন কিছু আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার সকালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং রাতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা কুড়ায় ইতালি। আর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন ইতালি-আর্জেন্টিনার ‘সুপার কাপ’ দ্বৈরথ আয়োজনের চিন্তা চলছে। প্রয়াত আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার সম্মানে হতে পারে এর নামকরণ।
খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক দিয়েরো ওলে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপিয়ান সংস্থা উয়েফার মধ্যে এ নিয়ে আলোচনার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে।
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কর্মক্ষেত্র নেপলস এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে পারে। প্রস্তাব এসেছে ম্যাচটার নাম ‘ম্যারাডোনা সুপার কাপ’ রাখারও। ফুটবলের ব্যস্ত সূচি ও করোনার কথা মাথায় রেখে এখনই সেই ম্যাচ আয়োজন সম্ভব নাও হতে পারে।
ক্যামেরার সামনে নগ্ন হলেন অভিনেত্রী
তবে ২০২২ কাতার বিশ্বকাপের আগেই সুবিধাজনক কোনো সময়ে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।