ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জরুরি কারণে সাময়িক ভাবে পাওয়ার প্ল্যান্টটি বন্ধ করা হয়েছে। তবে ঠিক কি কারণে তা বন্ধ করা হয়েছে এমন কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
দেশটির বুশেহর শহরে অবস্থিত এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি আগামী তিন থেকে চার দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গোলাম আলী রাখশানিমেহের। গতকাল রবিবার রাষ্ট্রীয় কোম্পানি তাভানিরের কর্মকর্তা ঘোলামালি রাখশানিমেহের জানান, বুশেহর পাওয়ার প্ল্যান্ট গত শনিবার থেকে বন্ধ রয়েছে। আরো তিন থেকে চার দিন বন্ধ থাকতে পারে এই পাওয়ার প্ল্যান্টটি। প্ল্যান্ট বন্ধ থাকার ফলে স্বাভাবিক ভাবেই বিদ্যুৎ ঘাটতি দেখা দিবে বলে জানান ওই কর্মকর্তা।
রাশিয়ার সহায়তায় ২০১১ সালে চালু হবার পর এই প্রথমবারের মতো বন্ধ করা হলো পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রটি। বুশেহর শহরে অবস্থিত এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালে কার্যক্রম শুরু করে।