দৈনিক ইনকিলাবের অনলাইন ভার্সনে ১১ জুন প্রতারক প্রদীপ শ্রীঘরে, রেহানা পলাতক, প্রকাশ্যে জহির স্বপন শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে নিয়ে মিথ্যা, মানহানিকর,ভূয়া,বানোয়াট ও ভূল তথ্য দেওয়া হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার সামাজিক কর্মকান্ডে ঈষান্বিত হয়ে সুনাম নষ্ট করতে কুচক্রী মহল মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কোন অপরাধের।সাথে আমি কখোনো জড়িত ছিলাম না। সামাজিক কর্মকান্ডে ঈষান্বিত হয়ে সুনাম নষ্ট করতে কুচক্রী মহল মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কোন অপরাধের সাথে আমি কখোনো জড়িত ছিলাম না। সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারনে অনেক অনুষ্ঠানে আমাকে অতিথি করে থাকে। করোনা সেবা মূলক কাজের জন্যে অনেক সংগঠন এবং সাংবাদিক বন্ধুরাও আমাকে ক্রেস্ট প্রধান করেছেন। এতো লোকজনের মাঝে সবাইকে আমার চেনা সম্ভব হয়না। গ্রেপ্তার হওয়া প্রদীপের কোনো সংগঠন কিংবা অপকর্মের সাথে আমি কখনোই জড়িত ছিলাম না এবং ফেইসবুকেও তার সাথে আমার এড নাই।
প্রতিবাদকারী, লূৎফর রহমান স্বপন
সভাপতি, ফ্রেন্ডস সার্কেল, ফতুল্লা।