ভারতের বিপক্ষে হতাশার হারের সঙ্গে যুক্ত হলো আরো একটি ধাক্কা। ২-০ গোলে হারা ম্যাচে হলুদ কার্ড দেখেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, মিডফিল্ডার বিপলু আহমেদ ও ডিফেন্ডার রহমত মিয়া। বিশ্বকাপ বাছাইয়ে এর আগেও একটি করে হলুদ কার্ড রয়েছে এই তিনজনের। ১৫ই জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে তাই খেলা হবে না তাদের।
ওমানের সঙ্গে প্রথম দেখায় ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শক্তিশালী দলটির বিপক্ষে ফিরতি লড়াইয়ের আগে নিষেধাজ্ঞা ও চোটজর্জর লাল-সবুজ শিবির। ইনজুরিতে পড়ে দেশে ফিরেছেন মিডফিল্ডার সোহেল রানা। চোট আছে আরেক মিডফিল্ডার মাসুক মিয়া জনির। গোলরক্ষক ছাড়া কোচ জেমি ডের হাতে রয়েছেন মাত্র ১৭ ফুটবলার।
তাদের নিয়েই ওমান পরীক্ষায় মাঠে নামবে বাংলাদেশ।
২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের তলানীতে বাংলাদেশ। দুই ড্রয়ে ও পাঁচ হারে ২ পয়েন্ট বাংলাদেশের। ৮ ম্যাচের সবগুলো জিতে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। ৬ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ওমান রয়েছে দুইয়ে। এরপরেই রয়েছে ৬ পয়েন্ট পাওয়া ভারত। চারে থাকা আফগানদের সংগ্রহ ৫ পয়েন্ট।