Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

যে গল্প জেনে তাহসানের সংসারে জটিলতা!

টিভি পর্দায় গায়ক তাহসান খানের এখন দেখা মেলে বিশেষ দিবসে। আসছে বৈশাখেও সেই নিয়মের ব্যত্যয় ঘটছে না। ‘টোনাটুনির ভালবাসা’ শিরোনামের একটি একক নাটকে দেখা মিলবে তাঁর।

 নাট্যনির্মাতা সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকে তাহসানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে।

নাটকের গল্পে দেখা যাবে, আবির (তাহসান) পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসা প্রায় তিন মাস। কুয়াশা (তানজিন তিশা) কোনোভাবেই ডাক্তারের কথামতো তিন মাস রেস্ট ছাড়া আবিরকে ছাড়বে না। সেজন্য একটা গেম খেলে আবিরকে ব্যস্ত থাকার ব্যবস্থা করে কুয়াশা। গেমটা একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যেটা আবির-কুয়াশার অজানা। সেই না জানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিল বিষয় বের হয়ে আসে। সেখানে কুয়াশার কিশোরী বয়সের প্রেমের গল্প তাঁদের সম্পর্কে কাল হয়ে দাঁড়ায়। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে নাটকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, নাটকটি ১৪ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে আরটিভিতে রাত ১০টায় প্রচার হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top