Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ

রান্নাবান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ঘোষণা করে দিয়েছে সরকার। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম সর্বোচ্চ খুচরা মূল্য ৯৭৫ টাকা এবং রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)  সংবাদ সম্মেলন করে এ দাম ঘোষণা করেছে।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল, বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

অনলাইনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, এই দাম আজ থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।

বিইআরসির চেয়ারম্যান বলেন, দাম সারা দেশে অভিন্ন থাকবে। ডিলাররা এ দাম  না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top