ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া রমজানজুড়ে ‘কুইক রেসিপি’ নামে বিশেষ একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। সেখানে তিনি সুস্থ ও ফিট থাকার জন্য বিভিন্ন খাবার রান্নাসহ নানা পরামর্শ দেবেন।
জানা গেছে, অনুষ্ঠানে নুসরাতের সঙ্গে প্রতি পর্বে অতিথি হয়ে আসবেন একজন শেফ। একজন শেফ ১০ দিন করে মোট তিনজন শেফ অনুষ্ঠানটিতে ফারিয়ার অতিথি হবেন। এরই মধ্যে অনুষ্ঠানের আট পর্বের রেকর্ডিং হয়ে গেছে। দেশের চারটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে অনুষ্ঠানটি।
উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া এই অনুষ্ঠান প্রসঙ্গে এনটিভি অনলাইনকে বলেন, ‘বর্তমানে সিনেমায় বেশি মনোযোগী, তাই সেভাবে টিভি অনুষ্ঠান উপস্থাপনার সময় পাই না। উপস্থাপনা আমার আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। তাই দীর্ঘদিন পর উপস্থাপনায় ফিরলাম। আর ফেরার কারণ হচ্ছে ভিন্ন মাত্রার অনুষ্ঠান এটি।’