আসন্ন রমজান মাস উপলক্ষে আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর চার শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ রোববার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২১২ (২০১২ সালের ৪৭ নম্বর আইন) এর ১২৬ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ২০১৯ সালের ৩০ জুন জারিকৃত এস.আর.ও. নম্বর- ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।
এর আগে ভোজ্য তেল আমদানিতে অগ্রিম শুল্ক প্রত্যাহারের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিক হারে নির্ধারণের জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছিল।