করোনাভাইরাস পরিস্থিতি বাড়তে থাকায় শুটিং বন্ধ করে দিলেন লাক্স তারকা মুমতাহিনা টয়া।
পরিবারের সদস্যদের কথা চিন্তা করেই এই অতিমারির মধ্যে শুটিং করছেন না রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র- এ তিন মাধ্যমে কাজ করা অভিনেত্রী।
টয়া বলেন, আপাতত হাতে থাকা সব কাজ বন্ধ রেখেছি। আমি আমার জায়গা থেকে সাবধানে থাকার চেষ্টা করছি। কোনোভাবেই ঝুঁকি নিতে চাই না। বাসাতে বয়স্ক লোক আছেন। শুটিং করে তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। যদি আমার কারণে পরিবারের কেউ করোনায় আক্রান্ত হন সেটা হবে দুঃখজনক।
জানা গেছে, গেলো ৬ এপ্রিল থেকে বাসায় রয়েছেন টয়া। খুব জরুরি দরকার ছাড়া বের হননি।
আসছে ঈদে তিন-চারটি কাজ করার সম্ভাবনা আছে। টয়া বলেন, বেছে বেছে কাজ করবো। একটা নাটকের শুটিংও করেছি। সব ঠিক থাকলে আবার এই মাসের শেষে শুটিং করবো।
টয়া অভিনীত ‘বেঙ্গল বিউটি’ ছবিটি দেশ বিদেশের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পেয়েছিল। তবে মনের মতো কাজ না পাওয়ায় আর চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।