Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আলিবাবাকে রেকর্ড ২৭৫ কোটি মার্কিন ডলার জরিমানা

বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ও অনলাইন মার্কেটপ্লেস আলিবাবাকে ১৮ বিলিয়ন ইউয়ান অর্থাৎ ২৭৫ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

রয়টার্স জানায়, একচেটিয়া ব্যবসা বিরোধী আইনে চীনা কর্তৃপক্ষ আলিবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেডকে আজ শনিবার এই জরিমানা করেছে। জরিমানার পরিমাণ অনলাইন ব্যবসার ইতিহাসে রেকর্ড করেছে। এর আগে এতো বেশি জরিমানা কোনো প্রতিষ্ঠানকেই করেনি চীন।

আলিবাবা বলছে, জরিমানার পরিমাণ তাদের ২০১৯ সালের মোট আয়ের চার শতাংশ। জরিমানার বিষয়ে কথা বলতে সোমবার সংবাদ সম্মেলন করবে কোম্পানিটি।

বলা হচ্ছে, গত বছরের অক্টোবর থেকেই আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার ওপর চীন সরকারের নাখোশ থাকার বিষয়টি সবার সামনে চলে এসেছে।

ডিসেম্বরে আলিবাবার অ্যান্ট গ্রুপের তিন হাজার ৭০০ কোটি ডলারের আইপিও আটকে দেয় চীনা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন্স (এসএএমআর)। চীনা এই বাণিজ্যিক কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৫ সাল থেকেই আলিবাবা বাজার নিয়ন্ত্রণ করে একচেটিয়া ব্যবসা করছে এবং অন্য প্রতিষ্ঠানের ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top