Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

১১ পৌরসভা ও ৩৭১ ইউপিতে যাদের মনোনয়নপত্র বৈধতা পেলো

লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভা এবং প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা বৈধতা দিচ্ছেন। শুক্রবার (১৯ মার্চ) দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন রিটার্নিং অফিসাররা। আগামী ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন, ষষ্ঠ ধাপে ১১ পৌরসভা এবং প্রথম ধাপের ৩৭১ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে

ইতোমধ্যে কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে মেয়রপদে ৩ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলরপদে ১৪ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরপদে ৫১ জনপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মেয়র পদে ৩ প্রার্থী হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র আলমগীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফয়সাল সিদ্দিকী ও জিয়াবুল হক।

তবে মনোনয়নপত্র দাখিলকৃত কাগজপত্রে গরমিল থাকায় মেয়র পদে জাতীয় পার্টির মনোয়ার আলম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বেলাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন ও ৮ নম্বর ওয়ার্ডের শিপ্লব কুমার সুশীলের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। শুক্রবার কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

বৈধ প্রার্থীরা আগামী ২৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। ২৫ মার্চ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থীরা।

টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাছাই-বাছাই শেষে পাঁচ ইউনিয়নে পাঁচ চেয়ারম্যানসহ আট প্রার্থীর মনোনয়ন বতিল করেছেন রিটার্নিং কর্মকতা। টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫০১ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়। চেয়ারম্যানসহ আট জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন– টেকনাফ সদর ইউনিয়নে (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিহান, আব্দুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াজেদ, হোয়াইক্যং ইউনিয়নে (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী নুরুল হোসাইন সিদ্দীকি, ফরিদুল আলম। এছাড়া সাধারণ সদস্য পদে হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের মো. ইলিয়াস, হোয়াইক্যং ইউপির ৭নং ওয়ার্ডের জাহেদ হোসন, সাবরাং ইউপির ৬নং ওয়ার্ডের মো. হাশেম।

ঝালকাঠি: মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খেলাপি ঋণের দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top