নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন টি-টোয়েন্টিতে দেশের সফলতম ব্যাটসম্যান।
ওয়ানডে সিরিজ খেলে তামিম দেশে ফিরবেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
ওয়ানডে সিরিজের আগে বৃহস্পতিবার ডানেডিন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, নিউজিল্যান্ডে যাওয়ার আগেই এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারব না, ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকব না। ওয়ানডে খেলে দেশে ফিরে যাব। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজে ভালো করবে বলে আমি আশাবাদী। দলের জন্য শুভকামনা থাকবে।
আগামী শনিবার থেকে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে আগামী ২১, ২৩ ও ২৫ মার্চ। এই সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ।