নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায় হুইলচেয়ারে বসে ফের নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
আজ রোববার স্থানীয় সময় বিকেলে কলকাতার হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দেন মমতা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জনসভায় যোগ দেওয়ার আগে মমতা বন্দোপাধ্যায় এক টুইট বার্তায় বলনে, ‘আমরা সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাব! আমি এখনও প্রচুর ব্যথা অনুভব করছি, তবে আমি আমার মানুষের ব্যথা আরও বেশি অনুভব করছি। আমাদের প্রিয় ভূমি রক্ষার জন্য এই লড়াইয়ে আমরা অনেক কষ্ট সহ্য করেছি এবং আরও বেশি সহ্য করব, তবে আমরা কখনও কাপুরুষতার সামনে মাথা নত করব না।’
বুধবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা। রেয়াপাড়ায় মন্দির থেকে বের হওয়ার সময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথায়, কপালে ও পায়ে চোট পান তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর পায়ে প্লাস্টার করা হয়।
চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার প্রস্তাব দিলেও তিনি হাসপাতালে থাকতে চাননি। বারবার অনুরোধ করায় মুখ্যমন্ত্রীকে শুক্রবার সন্ধ্যায় ছেড়ে দেন তারা।