দলীয় সিদ্ধান্তের বাহিরে কোন ব্যক্তি যদি নির্বাচন নিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি প্রদান করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে । দলীয় ফরম বিতরণের মাধ্যমে অতি সহজে জানা যাবে কে কে দলীয় প্রার্থী হতে ইচ্ছুক ।
কোন প্রার্থী যেন বিতর্কে না জড়ায় সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যারা দলীয় ফরম সংগ্রহ করছেন তাদের মধ্যে থেকেই হবেন চূড়ান্ত প্রার্থী এদিকে প্রতিটি ইউনিয়নে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এরই মধ্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে
তারাই উপজেলার ১৬ টি ইউনিয়নে গিয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করবেন । সেই তালিকা থেকে প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানাে হবে । দলের এবং দেশের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে ইউনিয়ন পরিষদ নেতৃবৃন্দকে কাজ করে যাওয়ার আহ্বান জানানাে হয়েছে । প্রথম দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৭ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন । পুরুষের পাশাপাশি মহিলারাও নিয়েছেন এই ফরম।
প্রতিটি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের পাশাপাশি নতুন মুখ হিসেবে অনেকেই সংগ্রহ করেছেন। ১২ নং ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মানিক প্রামানিক ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে দলীয় ফরম উত্তোলন করেছেন।
মার্চের ১ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত চলতে দলীয় এই ফরম সংগ্রহ এবং জমাদান কার্যক্রম এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি , উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ – সভাপতি , ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল , মতিউর রহমান টুকু , সাধারণ সম্পাদক অধ্যক্ষ গােলাম সারওয়ার আবুল , দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ উপজেলা আ’লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।