রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার প্রথম আলোর বাগমারা প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশিদ মামুন এর বড় ভাই পুলিশ সদস্য আব্দুল মান্নান (৪৮) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সোমবার দিবাগত রাতে কর্মস্থল পাবনা জেলার ইশ্বরদী থানায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে বাগমারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রথমআলো পত্রিকার বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুনের বড়ভাই পুলিশ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সম-বেদনা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।