Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জেলা আ,লীগের সিনিয়র সহ- সভাপতি অনিল কুমার সরকার-নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মানিক প্রামানিক ।

রেজাউল করিম,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে আসিন হলেন বাগমারা উপজেলা পরিষদের সর্ম্মানিত চেয়ারম্যান অনিল কুমার সরকার।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি  ও সাবেক সাংসদ আলহাজ্ব মেরাজ উর্দ্দিন মোল্লা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুুল ওয়াদুুদ দারা  এবং রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র নির্দেশনায় বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার জেলা আ,লীগের সিনিয়র  সহ- সভাপতি পদ লাভ করেন। সহ-সভাপতি পদ অর্জন করার পর অনিল কুমার সরকার  জানান,প্রিয় নেতা জেলা আ,লীগের সভাপতি ও সাবেক সংসদ আলহাজ্ব মেরাজ উর্দ্দিন মোল্লা ও -সাধারণ  সম্পাদক সাবেক  এমপি আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আমাকে যোগ্য মনে করেছেন বলেই এমন গুরুত্বপূর্ণ পদে আমাকে দ্বায়িত্ব দিয়েছেন। আমি সব সময় চেষ্টা করবো সঠিক নেতৃত্বদানে। এ সময় তিনি সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেরাজ উর্দ্দিন মোল্লা ও -সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুুল ওয়াদুদ দারা এবং রাজশাহী -৪ বাগমারা আসনের মাননীয় সংসদ  সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনিল কুুমার সরকার জেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি পদ লাভ করায় অভিনন্দন জানিয়েছেন ঝিকরা ইউনিয়ন আ,লীগের  -সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রামানিক  সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।   উল্লেখ্য রাজশাহী জেলা আ,লীগের সিনিয়র  সহ-সভাপতি অনিল কুমার সরকার -নির্বাচিত হওয়ায় উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা  বাজার ও রনশিবাড়ি এবং কালিগঞ্জ  বাজারে  মিষ্টি বিতরণ করেন ঝিকরা ইউনিয়ন ,   আ,লীগের -সাধারণ সম্পাদক ,মোঃ মানিক প্রামানিক । আসন্ন আগামী ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ,লীগ মনোনীত নৌকা প্রতীকের দোয়া প্রত্যাশী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top