গত ২৭ জানুয়ারি ২০২১ তারিখে নিউজ ফেয়ার গ্রুপের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়জন করা হয়। আলোচনা সভার মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় “NF tv” । সেই অনুষ্ঠানে নিউজ ফেয়ার গ্রুপ ও স্বকাল চিত্র পত্রিকার সম্পাদক ও NF tv এর ব্যবস্থাপনা পরিচালক জনা্ব টি.এ.কে. আজাদ সম্মাননা পদক তুলে দেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের।জনাব সুলতান আহমেদ কে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক তুলে দিচ্ছেন জনা্ব টি.এ.কে. আজাদ ।
Share!