‘জিরো’র পর ‘পাঠান’ ছবির হাত ধরে পর্দায় ফিরছেন শাহরুখ খান। এই মুহূর্তে দুবাইতে ছবির শুটিং করছেন তিনি। সেখানেই ছবির প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট করতে দেখা গেল ‘বাদশা’কে। শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানেই উঠে এসেছে কিং খানের স্টান্ট। দেখা যাচ্ছে, একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে একটি উঁচু জায়গা থেকে গোটা শরীর বাতাসে ভাসিয়ে দিলেন কিং খান। তবে ঝাঁপ দেওয়ার পরক্ষণেই রেলিংয়ে ভর করে ফের উপরে উঠে আসতেও দেখা যায় তাকে।
ভিডিওটি দেখলেই বেশ বোঝা যায়, একটু ভুল হলেই ঘটে যেতে পারত ভয়ানক কোনও বিপদ। যা দেখলে যে কেউ শিউরে উঠবেন। ইতিমধ্যেই রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে পোস্ট করা এই ভিডিওটি শাহরুখের বিভিন্ন ফ্যান পেজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর ‘পাঠান’ ছবিতে ফের একবার দেখা যেতে চলেছে শাহরুখ-দীপিকা জুটিকে।