মাহমুদুল হাসান:
টি.এ.কে আজাদ প্রযোজনায় ম্যাপ প্রোডাকশন লিঃ এর আয়োজিত অগ্রগতি ও বৈচিত্র টেলিফিল্ম শুভ মহরত সম্পন্ন করেছেন প্রযোজক টি.এ.কে আজাদ ।
এ ব্যাপারে টেলিফিল্মটির প্রযোজক জনাব টি.এ.কে আজাদ জানায়, এই টেলিফিল্মটি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয় নিয়ে তৈরী করা হবে। আরো বলেছেন টেলিফিল্মটি খুব শিগ্রই কাজ শুরু করবো এবং খুব তাড়াতাড়িই টেলিফিল্মটি ইন্টারনেট এবং টিভিতে সম্প্রচার করা হবে। আশা করি দর্শক টেলিফিল্মটি উপভোগ করবেন শিগ্রই।
Share!