মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০; সময় রাত ৯ টায়

গণপ্ররজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পুঠিয়া- দুর্গাপুর আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রামের জোবেদা হোসেন বৃদ্ধাশ্রমে দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা আ,লীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ সামাদ প্রাামানিক, আ,লীগ নেতা সামসুল আলম, জিল্লুর রহমান, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ প্রমুখ। দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।