Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নওগাঁ-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালকে বাগমারাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২০ আপডেট টাইমঃ ৭ টা ১০ মিনিট                                                                                                                                                                                              নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন আত্রাই-রাণীনগর আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি উপজেলার ৭নং কালিকাপুর ইউনিয়নের পাইকড়া দুর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে নওগাঁ -৬ আসনে উপ-নির্বাচনে আত্রাই-রাণীনগরের নৌকা প্রতীকের  নব-নির্বাচিত  সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালকে বাগমারাসীর পক্ষ থেকে তাহাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৪ অক্টোবর শনিবার বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর জোবেদা হোসেন বৃদ্ধাশ্রম হলরুমে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।                                                                                সংবর্ধনা অনুষ্টানে উপস্তিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদল, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্কাছ আলী, ৭নং কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভেসর নাজমুল হক নাদিম। রাজশাহীর বাগমারাবাসীর পক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্টানে উপস্তিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আ,লীগেরউপদেষ্টা মন্ডীর সদস্য বীর মুক্তিযোদ্ধা  শ্রী বীরেন্দ্রনাথ সরকার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাষ্টার, সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী, পৌর যুবলীগের সভাপতি ফিরৌস, নিমাই সরকার, আঃ জব্বার সহ আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top