১ হাজার ৬৬৮ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের ১২তম একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ।
অনুমোদিত ৪টি প্রকল্পের মধ্যে ৫৬৬ কোটি টাকা ব্যয়ে যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন করবে সরকার। সাড়ে ৫শ’ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে মাদারীপুর, রাজবাড়ি ও শরীয়তপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণে অনুমদন দেয়া হয়েছে আড়াইশ কোটি টাকা। এছাড়া, বৈঠকে ৩০১ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
একনেকে ১৬৬৮ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্প অনুমোদন
Share!