মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২০
আপডেট টাইমঃ ৮ টা ২০ মিনিট।
রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা ঝিকরা বিট পুলিশিং কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগমারা থানার এস আই রইচ উর্দ্দিন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুুল হামিদ ফৌজদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক প্রামাণিক।
সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুুল হামিদ ফৌজদার, ইউনিয়ন আ,লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক মানিক প্রামাণিক।
উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, থানা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।