টি.এ.কে আজাদ : জনদরধী সমাজসেবক পরোপকারী গরীবের বন্ধু পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের কৃতী সন্তান ইঞ্জি. এম. হাবিবুর রহমান (হাবিব)।
ইঞ্জি. এম. হাবিবুর রহমান (হাবিব) স্কুল জীবন শুরু করেন কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে। মুন্সীগণ্জ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেন ও ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় থেকে (ই.ই.ই) বিষয় নিয়ে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং শেষ করেন। স্কুল জীবন থেকে তিনি রাজনীতি শুরু করেন। তিনি ছাত্রলীগ সহ বিভিন্ন আওয়ামীলীগের সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে সমাজের গরীব অসহায়দের পাশে দাড়ানো ও ব্রিটিশ কাউন্সীল থেকে শুরু করে জনসেবা ও সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে সমাজের সেবা করে যাচ্ছেন। বেড়া উপজেলার সর্বস্তরের জনগনের কাছে দোয়া নিয়ে উপ নির্বাচনে চেয়ারম্যান হতে চান।