সাত মাস বন্ধ থাকার পর অবশেষে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে খুলছে দেশের সব সিনেমা হল। বুধবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়।
Share!