মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আশু রোগমুক্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে দেয়া এক চিঠিতে প্রেসিডেন্ট দম্পতির রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। চিঠিতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, খুব দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ হয়ে আবার তার কাজে ফিরতে পারবেন এবং তার দেশের নেতৃত্ব চালিয়ে নেবেন।
Share!