Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বন্যা কবলিত বড়বিহানালী ইউনিয়ন এলাকা ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাকিরুল ইসলাম সান্টু

মোঃ রেজাউল করিম বাগমারাা প্রতিনিধি
প্রকাশিতঃ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ আপডেট টাইমঃ ১  অক্টোবর ২০২০ সময় ৭.৩০ মিনিট

রাজশাহীর বাগমারা উপজেলার প্রতিটি ইউনিয়নে ডুকে পড়েছে দ্বিতীয় বারের মতো বন্যার পানি। এতে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধলক্ষ মানুষ। সেই সাথে বাড়িঘরে পানি প্রবেশ করায় অনেক সমস্যার মধ্যে জীবন যাপন করে চলেছেন লোকজন। প্রায় সপ্তাহ খানেক ধরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বন্যার পানি।                                                                                                                                    এরই মধ্যে  উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ভবানীগঞ্জ হইতে গর্জমতখালী ও ইসলামের মোড় হইতে বড়কয়া ও বাঘাবাড়ি বাজার হইতে বেড়াবাড়ি এবং খালিশপুর হয়ে লিচু পাড়া পর্যন্ত রাস্তা পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন  প্রকার ফসলের জমি, রাস্তাঘাট, স্কুল-কলেজ সহ মৎস্য প্রকল্প ও পুকুরের মাছ ভেসে গেছে। এতে পানি বন্দি লোকজনের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ৩০০ গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আ.লীগের সহ- সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু।

বৃহস্পতিবার দুপুুরেে বন্যাদূর্গত উপজেলার বড়বিহানালী ইউনিয়নে  বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। সেই সাথে খাদ্য সংকটে থাকা লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় জাকিরুল ইসলাম সান্টু  বলেন, বন্যা একটি প্রাকৃতিক দূর্যোগ এটাকে মেনে নিতে হবে। প্রাকৃতিক এই বিপর্যয়ের হাত থেকে নিজে সহ পরিবারের সকলকে রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, বন্যা সহ সকল প্রকার দূর্যোগ দক্ষতার সাথে মোকাবেলা করে চলেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার সব সময় আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। যতো দিন বন্যার ভয়াবহতায় আপনারা খাদ্য সমস্যায় থাকবেন ততোদিন খাদ্য  সামগ্রী পৌঁছে দেয়া হবে। বন্যা হলে বিষাক্ত কিট পতঙ্গ-পোকামাকড়ের আক্রমণ বেশি দেখা যায়। তাই নিজে সহ পরিবারের লোকজনকে সতর্কতার সাথে চলতে হবে। বন্যার ফলে কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের          সাধারন সম্পাদক ইয়াছিন আলী সরদার, বীর  মুক্তিযোদ্ধা এরশাদ আলী, আওয়ামীলীগ  নেতা নিমাই সরকার,শিশির প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top