ফেনী আধুনিক সদর ২৫০ শয্যা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের নতুন ভবনের ৩য় তলার একটি টয়লেট থেকে মৃতদেহটি উদ্ধার করেন হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, টয়লেট পরিষ্কার করার সময় নবজাতকটির মরদেহ দেখতে পান পরিচ্ছন্নকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
নামপ্রকাশ না করা শর্তে এক হাসপাতাল কর্মকর্তা জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কিছু কক্ষ ‘সহায়’ নাম একটি সংগঠন ২০১৬ সাল থেকে দখলে রেখে বিভিন্ন শ্রেণির যুবকদের নিয়ে আড্ডা জমিয়েছে। তাদের সহযোগিতা ছাড়া নতুন ভবনের তৃতীয় তলায় মৃতদেহ নেওয়ার কোনো সুযোগ নেই।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজী যুগান্তরকে জানান, সংবাদ পেয়ে ফেনী মডেল থানার পুলিশ এসে লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। শিশুর মরদেহটি কোথা থেকে এলো এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছে