নিহত ট্রাক চালক আবু তালেব পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকার শিবজাইটে গোলাম মোস্তফার দুটি ছাগলকে চাপা দেয় ট্রাক চালক আবু তালেব। এতে ছাগল দুইটির মৃত্যু হয়। এর জের ধরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ৮/১০ টি মোটরসাইকেলে লোকজন নিয়ে ট্রাকের পিছু ধাওয়া করেন। প্রায় ১৬ কিলোমিটার এলাকা ধাওয়া করে তারা রাত সোয়া আটটার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাক চালক আবু তালেবকে আটক করে।
এসময় তাকে মারধর করে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে তিনটার দিকে ট্রাক চালক আবু তালেব মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।এই প্রতিবেদন লেখার সময় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সম্ভাব্য আসামীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান পুঠিয়া থানার ওসি।
এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ওসি মো. আতাউর রহমান জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।