বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, আমরা যখন নির্বাচিত হয়ে বাফুফেতে এসেছিলাম, তখন র্যাংকিংয়ে ১৮০তে ছিল, আর আজকে ১৮৭। র্যাংকিং তো আর এভাবে হয় না। নইলে ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হয়েও ফিফা র্যাংকিংয়ে চার নম্বরে। আর বেলজিয়াম একে।
দেশের এই কিংবদন্তি ফুটবলার আরও বলেছেন, র্যাংকিং অনেক জিনিসের ওপর নির্ভর করে হয়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি ফিফা প্রীতি ম্যাচ খেলব, ততই র্যাংকিং গণনা হবে। আমাদের আর্থিক সমস্যার কারণে প্রায় তিন বছর কোনো ফিফা প্রীতি ম্যাচ খেলতে পারিনি। এখন আমরা খেলি বলেই ১৯৭ থেকে আবার ফিরে এসেছি ১৮৭ নম্বরে।
আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। এ নিয়ে চারবার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। গত ১২ বছরে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু কোনো প্রতিশ্রুতিই বাস্তবে রূপ দিতে পারেননি।
আগের ইশতেহারে ২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে খেলার স্বপ্ন দেখিয়েছিলেন কাজী সালাউদ্দিন। এবার বলছেন বাংলাদেশ দলকে ফিফা র্যাংকিংয়ে ১৫০তম স্থানের নিচে নিয়ে আসবেন।