মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি আপডেট টাইমঃ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২০ স্থানীয় সরকার সব ধরণের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার কথা সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) থেকে বলায় এবং তা দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রকাশ হওয়ার পর থেকেই ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পদে প্রার্থীদের তৎপরতা শুরু হয়ে গেছে। অনেক চেয়ারম্যান প্রার্থী তার নিজের ছবি সম্বলিত পোষ্টার ছেপে এলাকাবাসীর দোয়া চেয়েছেন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে পোষ্টার লাগিয়েছে।
বাগমারা উপজেলার ১২ নং ঝিকরা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার চায়ের দোকানে কে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তা নিয়ে আলাপ-আলোচনা, জল্পনা-কল্পনা শুরু হয়েছে স্ব-স্ব ইউনিয়নের মানুষের মধ্যে। অন্যদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের অনেকেই নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জানান দিচ্ছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। আবার অনেক চেয়ারম্যান প্রার্থী স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। আর চেয়ারম্যান পদে যারা প্রার্থী হবেন তারাও স্ব-স্ব দলের তৃনমুল হতে শুরু করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের এবং অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন যাতে আগামী নির্বাচনে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়।
উপজেলার ঝিকরা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জেসমিন আরা । তিনি ঝিকরা ইউনিয়ন বাসীর দোয়া কামনা করেন।