গত ২৫শে আগস্ট লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়ার পর ঘটতে থাকে নানা রকম ঘটনা। বার্সেলোনা তাদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে আটকাতে সব রকম চেষ্টাই করে। তাতে সফলও হয়েছে তারা। ভালোবাসার ক্লাবকে আদালতের কাঠগড়ায় তুলতে না চাওয়ায় এই মৌসুমে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। ৪ঠা সেপ্টেম্বর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয়ার দিন লিওনেল মেসি ধুয়ে দেন ক্লাব কর্তাদের। সাত দিন পর মেসির মন্তব্যের জবাব দিয়েছে বার্সেলোনা। যদিও জবাবটা নরম সুরেই দিয়েছেন বার্সেলোনার সহ-সভাপতি পাউ ভিলানোভা। শুক্রবার তিনি বলেন, ‘আমরা খুশি মেসি আমাদের নতুন প্রকল্পের সঙ্গী হয়েছে। ওর মন্তব্য গুলো আমাদের আমলে নেয়া উচিত। আমাদের অসাধারণ নতুন প্রকল্পে আমরা সেটাই করছি।’
২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবার ট্রফিশূন্য কেটেছে বার্সেলোনার। ২০১৫ সালের পর জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লীগ। এমনকি ফাইনালেও উঠতে পারেনি। মাঠের পারফরমেন্সের গ্রাফ গত কয়েকবছরে শুধু নীচের দিকেই নেমেছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জাজনক পরাজয়ও দেখতে হয়েছে। ৪ঠা সেপ্টেম্বর বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা দেয়ার সময় ক্ষোভ উগড়ে দেন মেসি। তিনি বলেন, ‘আমি সবকিছু জেতার মতো একটা প্রকল্প চেয়েছিলাম, শিরোপা জিততে চেয়েছিলাম, বার্সেলোনার শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে চেয়েছিলাম। কিন্তু সত্যিটা হলো, এখানে অনেক দিন ধরে তেমন কোনো প্রকল্প, পরিকল্পনা নেই। তারা ধোঁকা দিয়েছে এবং কোনো রকমে কাজ চালিয়ে নিয়েছে। আগেও যা বলেছি, আমি সবসময় আমার পরিবার ও ক্লাবের ভালোর কথা ভেবেছি।’