Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জরিমানা লাগবে না- মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুতে ফি

মেয়াদোত্তীর্ণ ই-পাসপোর্ট ও এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) রি-ইস্যু করতে অতিরিক্ত কোনো ফি বা জরিমানা লাগবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের ফেসবুক পেজে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট পাবেন। এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে।

এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা দিতে হতো। এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত। পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি তথা অর্থ আর লাগছে না।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top