টি.এ.কে আজাদ : বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আমুদিনি চাঁদনী। তিনি বিভিন্ন টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। এ ব্যাপারে আমুদিনি চাঁদনী জানান, তিনি সুযোগ পেলে আরো ভালো অভিনয় করে দর্শকদের মন জয় করতে চান। তার হাতে বর্তমানে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনের কাজ রয়েছে। বর্তমানে আমুদিনি চাঁদনী সুটিং নিয়ে ব্যাস্ত।
Share!