সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে একের পর এক টুইট করছেন কঙ্গনা রানাউত। সেগুলো নিয়ে তুমুল বিতর্ক জন্ম দেয় এবার সরাসরি নাম উল্লেখ করে টুইট করছেন কঙ্গনা। টুইটে করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দের নাম উল্লেখ করে কঙ্গনা লেখেন, এরা আর মিডিয়া মাফিয়ার রক্তপিপাসু শকুনরা মিলে সুশান্তকে খুন করেছে। পরিবারের একমাত্র ছেলেটাকে নিগ্রহ, শোষণ আর হয়রানি করেছে বলিউডে। এদিকে সুশান্ত মামলায় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু এবং বিদ্যা বালন।
Share!