চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকার একটি ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আজ বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পতেঙ্গা থানাধীন বিজয় নগরের ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে পাওয়ার ট্যাংক ওয়েল্ডিং করার সময় তেলের ট্যাংকার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডও আলী আকবর জানান, কিভাবে বিস্ফোরণ ঘটেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় তিন জনের লাশ উদ্ধার হয়েছে।
Share!