২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঘোষিত লভ্যাংশের মধ্যে ১২ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ।
আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় কম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ১ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Share!