অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের আরো এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে কক্সবাজার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যা বের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম এক দিনের রিমান্ড আবেদন করেন।
গত ৩১শে জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় গত ৫ই অগাস্ট সিনহার বোন শাহরিয়ার শারমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরদিন টেকনাফ থানার সাবেক ওসিহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।
ওসি প্রদীপ আরো ১ দিনের রিমান্ডে
Share!