রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও ২১ আগষ্ট ঘেনেড হামলা দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। শুক্রবার ২৮ আগষ্ট বিকাল ৪ টায় উপজেলা আ,লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্রেক্সের সালেহা ইমারত মিলনায়নে উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীগ সভাপতিও রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি । তিনি বলেন, বঙ্গবন্ধু রক্ত নিয়ে শপথ করতে হবে । তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে কোন ভাবেই তার আদর্শ থেকে পিছু হটা যাবে না। পাশাপাশি জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল,উপজেলা আ,লীগের সিনিয়র সহ- সভাপতি মতিউর রহমান টুকু,সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত গোলাম সারওয়ার আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উর্দ্দিন সুরুজ,সহ- দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী,জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসারফ হোসেন দেওয়ান, ঝিকরা ইউনিয়ন যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন, প্রমুখঃ এ সময় উপজেলা,পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ- সকল শহীদ এবং গ্রেনেড হামলায় নিহত সকলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাগমারা উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।
Share!